নানিয়ারচরে কারেন্ট জাল জব্দ ও ধ্বংস, অভিযুক্তকে জরিমানা

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৮:৫১ পিএম
নানিয়ারচরে কারেন্ট জাল জব্দ ও ধ্বংস, অভিযুক্তকে জরিমানা

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। 

অভিযানের সময় মো. ফখরুল ইসলাম (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার বিকাল ৪টা ১৫ মিনিটে উপজেলার ছয়কুড়ি বিল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযুক্ত ফখরুল ইসলাম বাম্পিল্যান্ড এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বিরুদ্ধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছার নেতৃত্বে অভিযানে নানিয়ারচর থানার পুলিশ সদস্য, মৎস্য কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জব্দকৃত কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ইউএনও জানান, মাছের প্রজনন মৌসুমে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ