প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর এমপিওভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৫:৩৮ পিএম
প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর এমপিওভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

বাংলাদেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, ঝালকাঠি জেলা শাখার সভাপতি রাবেয়া আক্তার সুমি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক আমির হোসেন তালুকদার, সহকারী শিক্ষক সাইফুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে এসব বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০১৯ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ করে এবং পরবর্তীতে স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে বিদ্যালয়গুলোকে ক, খ, গ শ্রেণিতে ভাগ করা হয়। কিন্তু এতদিনেও সারাদেশে প্রায় ৬৩ হাজার শিক্ষক-কর্মচারী স্বীকৃতি ও এমপিওভুক্তির অপেক্ষায় মানবেতর জীবন যাপন করছেন।

তারা অভিযোগ করেন, বিগত সরকার আমলে এ খাতটি চরমভাবে অবহেলার শিকার হয়েছে এবং তারা বৈষম্যের শিকার হয়েছেন।

মানববন্ধন থেকে বক্তারা বিদ্যালয়গুলোর দ্রুত স্বীকৃতি ও এমপিওভুক্তির জোর দাবি জানান।

পরে শিক্ষক-কর্মচারীরা জেলা প্রশাসকের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

ইএইচ