উলিপুরে সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৬:৫১ পিএম
উলিপুরে সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

আটককৃত মাদক কারবারিরা হলেন—উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও একই উপজেলার কাশিয়াগানি গ্রামের একাব্বর আলীর ছেলে রেজাউল করিম। তারা রোববার রাতে উলিপুর থেকে আটক হন।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ।

সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীন ২২ বীরের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ হাজার টাকা নগদ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মেজর শাহারিয়ার আহাদ বলেন, আটককৃত দুই মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর মাদকবিরোধী ও চাঁদাবাজবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ইএইচ