নারায়ণগঞ্জে চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার ঘোষণা সাবেক এমপি গিয়াস উদ্দিনের

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৭:৪০ পিএম
নারায়ণগঞ্জে চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার ঘোষণা সাবেক এমপি গিয়াস উদ্দিনের

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন। 

সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “নারায়ণগঞ্জের একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকাটি সন্ত্রাস ও চাঁদাবাজির অভয়ারণ্যে পরিণত করেছে। আমরা চাই, এই এলাকা হোক সন্ত্রাসমুক্ত। কেউ চাঁদা চাইলেই তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

সাবেক এমপি অভিযোগ করেন, “এক সময়কার আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি কারাগারে থেকেও বিভিন্ন মাধ্যমে এলাকা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তার ঘনিষ্ঠজনরা রাজনীতি ও স্থানীয় নির্বাচনের সুযোগ নিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছিলেন, যা এখনো কোনো কোনোভাবে চলমান রয়েছে।”

তিনি বলেন, “আমি আজ থেকে সিদ্ধিরগঞ্জকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করছি। ব্যবসায়ী ভাইদের বলছি, কাউকে চাঁদা দেবেন না। কেউ দাবি করলে প্রতিবাদ করুন, প্রয়োজনে আমাদের জানালে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।”

সভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহসভাপতি ও নাসিকের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, থানা বিএনপির সহসভাপতি রওশন আলী, যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু এবং মহানগর যুবদলের সিনিয়র নেতা শাহজালাল কালু প্রমুখ।

ইএইচ