নেত্রকোণার সীমান্তে বিজিবির অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৭:৫৬ পিএম
নেত্রকোণার সীমান্তে বিজিবির অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে মালিকবিহীন ৬৫ বোতল ভারতীয় মদসহ একটি অটোরিকশা আটক করেছে।

নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান সোমবার বিকাল ৩টায় সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূর্গাপুর উপজেলার বারমারী বিওপির একটি টহল দল সোমবার সকাল সাড়ে ৬টায় দূর্গাপুর সদর ইউনিয়নের ফান্দা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদসহ একটি অটোরিকশা আটক করে।

অন্যদিকে, বিজয়পুর বিওপির একটি টহল দল সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২১ বোতল ভারতীয় মদ জব্দ করে।

আটককৃত মদ পরবর্তীতে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

ইএইচ