সখীপুরে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধার মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৮:০৫ পিএম
সখীপুরে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধার মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎপৃষ্টে আমেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার কুতুবপুর শাপলাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম ওই এলাকার মজিবর রহমানের স্ত্রী।

নিহতের ছেলে ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৈদ্যুতিক পানির পাম্পের তার থেকে গোসলখানার টিনের বেড়াসহ একটি ঘর বিদ্যুতায়িত হয়ে প্রতিবেশী ভাতিজা বউ পারুল আক্তার আহত হন। তাকে দেখতে গিয়ে আমেনা বেগম অসাবধানতাবশত বিদ্যুতায়িত ঘর স্পর্শ করলে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসকরা আমেনা বেগমকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রায়হান ফকির জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আমেনা বেগমের মৃত্যু হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ