শ্রীপুরে প্রায় ৫ লাখ টাকার চায়না জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৮:১৯ পিএম
শ্রীপুরে প্রায় ৫ লাখ টাকার চায়না জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মৎস্যসম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন উপলক্ষে প্রায় ৫ লাখ টাকার চায়না জাল জব্দ করা হয়েছে। 

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত গড়াই নদীর ওয়াপদা থেকে মাটিকাটা খেয়াঘাট পর্যন্ত অভিযান চালিয়ে জব্দকৃত বিপুল পরিমাণ চায়না জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মাগুরা জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসীম উদ্দীন এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জাহিদ হোসেনসহ অন্যান্য মৎস্য অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসীম উদ্দীন বলেন, “দেশীয় প্রজাতির মাছ এমনিতেই সংকটে রয়েছে। একশ্রেণির অসাধুরা অবৈধ চায়না জালের মাধ্যমে দেশীয় মাছ ও মৎস্যসম্পদ ধ্বংস করে চলেছে। সোমবার সকাল থেকে অভিযান চালিয়ে ২৩শ’ মিটার চায়না দোয়ার, ১৬শ’ মিটার কারেন্ট জাল, ৬টি সুতি জাল এবং ১টি বড় জগৎ বেড় জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত চায়না জালের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। তবে দেশীয় প্রজাতির মাছ ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।”

ইএইচ