সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সদ্য যোগদানকারী আফরিন জাহান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ইউএনও আফরিন জাহান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আমরা প্রশাসন ও সাংবাদিক—দুই পক্ষ একে অপরের পরিপূরক। আমাদের লক্ষ্য অভিন্ন—সুশাসন নিশ্চিত করা। সাংবাদিকদের কাজ সমাজের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরা, আর আমার দায়িত্ব একটি উপজেলা সুন্দরভাবে পরিচালনা করা।”
তিনি আরও বলেন, “বেলকুচিতে যেকোনো অনিয়ম, দুর্নীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হবে।” ইউএনও স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সমন্বিতভাবে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সহ-সভাপতি নারায়ণ মালাকার, দপ্তর সম্পাদক আবু মুছা, প্রচার সম্পাদক পারভেজ আলী, কোষাধ্যক্ষ সবুজ সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক উজ্জ্বল অধিকারী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, সদস্য টুটুল শেখ, আল-আমিন প্রমুখ।
সভায় সাংবাদিকরা প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরেন।
ইএইচ