পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে মো. শাহাদাত হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বুধবার রাত ১০টার দিকে সেনাবাহিনীর মির্জাগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল ও মির্জাগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহাদাত হোসেন উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঠালতলী গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাঠালতলী এলাকার বাসিন্দা মাওলানা আমিনুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন শাহাদাত। চাঁদা না দেওয়ায় গত ২৪ জুলাই তাকে মারধর ও খুনের হুমকি দেওয়া হয়।
এছাড়াও শাহাদাত মাধবখালী ইউনিয়ন পরিষদের জামে মসজিদ থেকে জোরপূর্বক প্রায় ৫০০ কেজি রড নিয়ে যান, যার আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।
তাঁর বিরুদ্ধে কাঠালতলী এলাকার সরোয়ার হোসেনের কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। একইসঙ্গে গ্রাম পুলিশ হাবিবুর রহমানের মেয়ে খুশি আক্তারের দোকান থেকে জোরপূর্বক মালামাল নেওয়ার ঘটনাও তার বিরুদ্ধে উঠে এসেছে।
এ ঘটনায় মাওলানা মো. আমিনুল ইসলাম গত ২৯ জুলাই মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মির্জাগঞ্জ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, “চাঁদাবাজির অভিযোগে শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
ইএইচ