চিলমারীতে জুয়া, মাদক ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক বৈঠক

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০২:০৭ পিএম
চিলমারীতে জুয়া, মাদক ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক বৈঠক

কুড়িগ্রামের চিলমারীতে জুয়া, মাদক, বাল্যবিবাহ ও অনলাইন জুয়ার কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে একটি সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার রমনা মডেল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌরাস্তা মোড় এলাকায় এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

জনসাধারণের অংশগ্রহণে আয়োজিত এই আলোচনায় বক্তব্য দেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন, "সামাজিকভাবে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে নিয়মিতভাবে উঠান বৈঠকের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছি। সমাজের প্রতিটি মানুষকে মাদক ও অপরাধের বিরুদ্ধে সচেতন হতে হবে এবং ঘৃণা করতে হবে।"

স্থানীয়রা জানান, পুলিশ প্রতিনিয়ত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে, আমরাও পুলিশকে সহযোগিতা করছি। সমাজে শান্তি বজায় রাখতে এমন উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করেন এলাকাবাসী।

ইএইচ