তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুড়িগ্রাম যুবদলের বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৯:০২ পিএম
তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুড়িগ্রাম যুবদলের বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধেই কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির। বক্তব্য রাখেন– সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সিনিয়র সহসভাপতি নাসিম পারভেজ তারা, যুগ্ম সম্পাদক টিপু খান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, সহ সাংগঠনিক সম্পাদক কবির, সদর উপজেলা আহ্বায়ক আব্দুর রশিদ নয়ন, সদস্য সচিব তাইজুল হক সাজু, পৌর যুবদল আহ্বায়ক শহিদুল ইসলাম শিমুল, যুগ্ম আহ্বায়ক কাজল, রকি বকশি, সাজেদুল ইসলাম হ্যাভেন, মোর্শেদ হোসেন লিটু, আল আমিনসহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে স্থান করে নিয়েছেন তারেক রহমান। তাঁকে ঘিরে অপপ্রচার, কটূক্তি ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে কিছু গুপ্ত সংগঠনের মাধ্যমে।” তারা আরও অভিযোগ করেন, “একটি মহল সুপরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।”

বক্তারা অবিলম্বে অপপ্রচারের হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।

বিআরইউ