এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৩:২৮ পিএম
এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

 গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে কেন্দ্রীয় এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখা।

বুধবার সন্ধ্যায় কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ের দোয়েল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। 

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দোয়েল চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। 

তিনি বলেন, “জুলাই বিপ্লবীরা আগেই মরে গেছে—তাদের আর ভয় দেখিয়ে লাভ নেই। আমাদের যখন সন্ত্রাসমুক্ত, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার কথা, তখনই ভারতীয় দালাল ও আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালাচ্ছে।”

তিনি আরও বলেন, “যে সরকার জুলাই গণঅভ্যুত্থান ও আবু সাঈদের রক্তের বিনিময়ে গঠিত, সেই সরকারের আমলে কীভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে পারে?” তিনি দ্রুত গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন— জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ, মাসুম মিয়া, মোজাম্মেল হক বাবু, দিনার মিনহাজ, মাহমুদুল হাসান জুয়েল, জাতীয় যুব শক্তির জেলা আহ্বায়ক এম. রশীদ আলী, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান ও সদস্য সচিব সাদিকুর রহমান প্রমুখ।

ইএইচ