আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে নেত্রকোণায় যুবদলের বিক্ষোভ

নেত্রকোণা প্রতিনিধি : প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৫:০৩ পিএম
আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে নেত্রকোণায় যুবদলের বিক্ষোভ

সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততার’ প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেত্রকোণা জেলা শাখা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১২টার দিকে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতারা ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে জড়ো হন। পরে একত্রিত হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন তারা।

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপনের নেতৃত্বে সরকারি কলেজের সামনে থেকে একটি মিছিল বের হয়। একই সময়ে কুড়পার ও কোর্ট স্টেশন এলাকা থেকে পৃথক মিছিল নিয়ে আসেন সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়ারেছ উদ্দিন ফারাস, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম কমল এবং সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রণি।

সাতপাই লেভেল ক্রসিং বাজার থেকেও একটি মিছিল বের হয়, যার নেতৃত্বে ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকত।

সবগুলো মিছিল শেষে জেলা প্রেসক্লাব ও দলীয় কার্যালয়ের সামনে পৃথক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর আস্ফালন বেড়ে গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে যারা, তারা দেশ ও জনগণের শত্রু।

তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগলেও অন্তর্বর্তী সরকার উদাসীন ভূমিকা পালন করছে। বক্তারা এই ‘নীরবতা’র তীব্র প্রতিবাদ জানান।

বিআরইউ