মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম জেলা কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কারাগারের নিরাপত্তা, বন্দিদের আবাসন, খাদ্য, স্বাস্থ্যসেবা ও পানীয় জলের ব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) কারাগারে বন্দিদের জন্য পরিচালিত কল্যাণমূলক কর্মসূচি পর্যালোচনা করেন তিনি এবং কিছু বন্দির সঙ্গে কথা বলেন। তাদের জীবনমান উন্নয়ন এবং সংশোধনমূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন জেলা প্রশাসক।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, বন্দিদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। তাদের শুধুমাত্র শাস্তি নয়, বরং সংশোধন ও পুনর্বাসনের সুযোগ দিতে হবে।
তিনি আরও বলেন, বন্দিদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে সমাজে পুনর্বাসন প্রক্রিয়া জোরদার করতে হবে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
জেলা প্রশাসকের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এই ধরনের তদারকি বন্দিদের মনোবল বৃদ্ধিতে এবং সমাজে পুনরায় স্থাপনের প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখবে।
বিআরইউ