মাইলস্টোনে বিমান বিধ্বস্ত

ময়মনসিংহে শিক্ষা উপদেষ্টার গায়েবানা জানাজা পড়লো শিক্ষার্থীরা

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ : প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৬:৩৭ পিএম
ময়মনসিংহে শিক্ষা উপদেষ্টার গায়েবানা জানাজা পড়লো শিক্ষার্থীরা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে গড়িমসি এবং এইচএসসি পরীক্ষা নিয়ে অব্যবস্থাপনার অভিযোগে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 

প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে তারা শিক্ষা উপদেষ্টার ‘বিবেকের মৃত্যু’ হয়েছে দাবি করে তার গায়েবানা জানাজাও পড়েন। 

মঙ্গলবার (২২ জুলাই) সকালে নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সমবেত হয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভে আনন্দ মোহন কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, রয়েল মিডিয়া কলেজ, নটর ডেম কলেজ ও কমার্স কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, মাইলস্টোন কলেজের মর্মান্তিক ঘটনায় সরকার হতাহত ও নিখোঁজের সঠিক তথ্য গোপন করছে। তারা অবিলম্বে নিহতদের সঠিক নাম ও পরিচয়সহ ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানান।

এছাড়াও, রাষ্ট্রীয় শোকের দিনে গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ায় শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।তাদের মতে, এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের মানসিক অবস্থাকে বিবেচনায় না নিয়ে করা হয়েছে, যা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। 

বিক্ষোভকারীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।গাঙ্গিনারপাড় মোড়ে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে নগরীর টাউন হল চত্বরে গিয়ে পুনরায় বিক্ষোভ করেন এবং সেখানে শিক্ষা উপদেষ্টার গায়েবানা জানাজা পড়েন। 

শিক্ষার্থী নেতারা বক্তব্যে বলেন, যেখানে সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, সেখানে পরীক্ষার্থীরা রাত তিনটার সময় পরীক্ষা স্থগিতের খবর পায়।এটা আমাদের সঙ্গে উপহাস ছাড়া আর কিছুই নয়।

তারা আরও বলেন, শিক্ষা উপদেষ্টার বিবেক মারা যাওয়ায় আমরা তার জন্য গায়েবানা জানাজার আয়োজন করেছি।

উল্লেখ্য, গতকাল সোমবার ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটে।এই ঘটনায় সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বিআরইউ