কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি বাতিল

কুষ্টিয়া প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০১:০২ পিএম
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি বাতিল

তিন বছর মেয়াদ শেষে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ গত ২১ জুলাই শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে না পারায় কমিটির কার্যক্রম এখন বাতিল বলে গণ্য হয়েছে।

২০২২ সালের ২২ জুলাই নির্বাচনের মাধ্যমে গঠিত হয় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের (রেজি. নং ২০৬৯) ৯ সদস্যের কমিটি। এতে সভাপতি হন আব্দুর রাজ্জাক বাচ্চু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু। গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগে ৪৫ দিনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু করতে হয় এবং মেয়াদ শেষের এক মাসের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা ছিল। কিন্তু তিন বছরের এই মেয়াদে কমিটি কোনও সাধারণ সভা বা মাসিক সভাও করতে পারেনি। শেষ পর্যন্ত সময়সীমা অতিক্রম করে ফেলায় কার্যনির্বাহী কমিটি অকার্যকর হয়ে গেছে।

সরকারি গেজেট এবং ইউনিয়নের গঠনতন্ত্র অনুসারে, এখন সাধারণ সদস্যরাই সংগঠনের দায়িত্ব নেবেন। তারা জরুরি বিশেষ সাধারণ সভার মাধ্যমে তিন সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করবেন, যেটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করবে।

এ বিষয়ে সাধারণ সদস্যদের অনেকে অভিযোগ করেছেন, কমিটি কার্যক্রমে চরম ব্যর্থ হয়েছে। বিশেষ করে সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর বিরুদ্ধে সংগঠনকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ও ক্ষমতার দাপট দেখানোর অভিযোগ তুলেছেন তারা।

সাধারণ সদস্য ডা. সেলিম বলেন, ‘আব্দুর রাজ্জাক বাচ্চু কখনো গঠনতন্ত্র পড়েননি, এমনকি ট্রেড ইউনিয়নও বোঝেন না। এখন তিনি নিয়মের বাইরে গিয়ে সাধারণ সভা ও নির্বাচন আয়োজনের কথা বলছেন, যা সম্পূর্ণ অবৈধ।’

অন্যদিকে, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, ‘আগামী সেপ্টেম্বরে সাধারণ সভা এবং ডিসেম্বরে নির্বাচন হবে। এতে সাংগঠনিক কোনও সমস্যা হবে না।’ তিনি দাবি করেন, কুষ্টিয়া প্রেসক্লাবে সভাপতি হওয়ার ঘোষণা দেয়ার পর একটি কুচক্রীমহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তবে সাধারণ সদস্যরা জানান, বর্তমান কমিটি সংগঠন পরিচালনায় ব্যর্থ হয়েছে, তাই এখন তাদের আর সংগঠনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেয়ার অধিকার নেই।

বিআরইউ