জয়পুরহাটের পাঁচবিবিতে ঝড়ে ভেঙ্গে পড়া আম গাছের নিচে চাপা পড়ে সজল মিয়া (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক আটাপুর ইউনিয়নের আটাপুর গ্রামের লাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯ টার সময় ঝড় ও বৃষ্টি শুরু হলে উচাই বাজারের আটাপুর রাস্তার মোড়ে টিনে ছাপড়ার নিচে থাকা ভ্যানে সজল সহ কয়েকজন আশ্রয় নেন।
এসময় তীব্র ঝড়ে রাস্তার পাশের স্কুলের একটি বিশাল আমগাছ ঐ টিনের ছাপড়ার উপর ভেঙ্গে পড়লে বাকিরা লাফিয়ে বের হলেও সজল মিয়া গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হোন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিআরইউ