লক্ষীছড়ি সেনাবাহিনীর উদ্যােগে মানবিক সহায়তা প্রদান

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৬:৩৬ পিএম
লক্ষীছড়ি সেনাবাহিনীর উদ্যােগে মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় দুঃস্থ পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের উদ্যোগে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

লক্ষীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম, পিএসসি, জি উপস্থিত থেকে দুইটি পরিবারকে ঘর মেরামতের জন্য ঢেউটিন, দুই নারীকে সেলাই মেশিন এবং ১২টি পরিবারকে নগদ আর্থিক অনুদান প্রদান করেন।

মানবিক সহায়তার অংশ হিসেবে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনী এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জোন কমান্ডার বলেন, ‘সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এবং স্থানীয় জনগণের পাশে থেকে উন্নয়নে অংশ নিতে সেনাবাহিনী সবসময় প্রস্তুত।’

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিআরইউ