রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০৫:৪৮ পিএম
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তপন রায় (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দু’জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।  

শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১ টায় রাণীশংকৈল-হরিপুর মহাসড়কের হাড়িয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তপন রায় উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা তেঘরিয়া গ্রামের রঞ্জিত রায়ের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তপন রায় মোটরসাইকেলযোগে রাণীশংকৈলে যাচ্ছিলেন বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তপন ঘটনাস্থলেই মারা যান। 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এনিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
 

বিআরইউ