মহেশপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৩:৫৯ পিএম
মহেশপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

রোববার ভোররাতে উপজেলার কাজিরবের গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত সিমা খাতুন (২২) ওই গ্রামের আসাদুল ইসলামের মেয়ে। দুই বছর আগে তার বিয়ে হয় একই উপজেলার দারিয়ারপুর গ্রামের মামুনের সঙ্গে। এক বছর আগে জীবিকার তাগিদে মামুন সৌদি আরব পাড়ি জমান।

প্রায় ২০ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন সিমা।

পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে সিমা স্বাভাবিকভাবে খাবার খেয়ে ঘুমাতে যান। কিন্তু সকালে ঘুম থেকে না উঠায় ডাকাডাকি করা হয়। সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়।

খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, "ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।"

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ইএইচ