দৌলতপুরে বিজিবির অভিযানে প্রায় ১৫ লাখ টাকার জাল ও মাদক উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৫:০৯ পিএম
দৌলতপুরে বিজিবির অভিযানে প্রায় ১৫ লাখ টাকার জাল ও মাদক উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর ও মিরপুর উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত জাল ও মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

রোববার দুপুরে ৪৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৫টার দিকে মিরপুর উপজেলার কাতলামারী এলাকায় বিশেষ টহলদল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০০ কেজি অবৈধ ‘চায়না দুয়ারী’ জাল জব্দ করে। এসব জালের বাজারমূল্য আনুমানিক ১২ লাখ টাকা।

এর আগে, শনিবার রাতে দৌলতপুর উপজেলার জামালপুর এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে ভারত থেকে আনীত ১০০ গ্রাম হেরোইন ও ৩০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট (যৌন উত্তেজক ওষুধ) উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি জানায়, উদ্ধারকৃত জাল ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সংরক্ষণাগারে জমা রাখা হচ্ছে এবং এ বিষয়ে নিয়মিত আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি বলেন, সীমান্ত এলাকাগুলোতে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর নজরদারিতে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ইএইচ