জুলাই গণঅভ্যুত্থান দিবস

বাগেরহাটে বিজয় র‌্যালি আলোচনা সভা ও কবর জিয়ারত

বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৫:০৯ পিএম
বাগেরহাটে বিজয় র‌্যালি আলোচনা সভা ও কবর জিয়ারত

বাগেরহাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে বিজয় র‌্যালি, আলোচনা সভা ও শহীদদের কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিজয় র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়।

পরে স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। 

আরও বক্তব্য দেন- পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, সিভিল সার্জন মো. মাহবুবুল আলম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাদ্দাম হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে এবং বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়েছে। এ দিনে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধসহ সব শহীদদের স্মরণ করা হয়। সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, ফ্যাসিস্ট সরকারের গুলিতে শহীদ মাহফুজুর রহমানের কবর জিয়ারত করেন মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। সকাল সাড়ে ৮টায় নিশানবাড়িয়া ইউনিয়নের বাইনতলা গ্রামে শহীদ মাহফুজের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। এসময় শহীদের বাবা আব্দুল মান্নান হাওলাদার উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় একটি মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন দশম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান।

কবর জিয়ারতে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, থানার ওসি মো. মতলুবর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। পরে তারা শহীদ মাহফুজসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় শহীদের পিতা আব্দুল মান্নান ও মা বেগম বিবি কান্নায় ভেঙে পড়েন। 

আবেগাপ্লুত কণ্ঠে আব্দুল মান্নান বলেন, “আমার সন্তানসহ বহু প্রাণের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ তাড়িয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। যেন সেই আওয়ামী ফ্যাসিস্ট শক্তি আর এ দেশে ফিরে আসতে না পারে—সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।”

ইএইচ