জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে।
বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখা আয়োজিত এ র্যালিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মির্জা আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন।
র্যালিটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গিয়ে সমবেত হয়।
এ সময় তৃণমূল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফয়সল আমিন বলেন, সরকার পতনের এক বছর অতিক্রম হয়েছে। দীর্ঘ ১৭ বছর বিএনপি জেল জুলুমের শিকার হয়েছে। তারপরও ফ্যাসিস্ট সরকার আমাদের এ দলটির কোন নেতাকর্মীর মনোবল ভাঙতে পারেনি।
এ সময় ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে দেশ গড়ার এবং এমনই অপ্রতিরোধ্য ঐক্য যেন সবার মধ্যে থাকে সেই আহ্বান জানান তিনি।
বিজয় র্যালিতে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুল জব্বার, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, মহিলা দলের সভাপতি ফুরাতুন্নাহার প্যারিসসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী।
জিন্নাত/ইএইচ