চাটমোহরে হান্ডিয়াল সড়কের পুনঃনির্মাণ কাজ দ্রুত সমাপ্তির জন্য গুরুত্বপূর্ণ বৈঠক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৫:৩৮ পিএম
চাটমোহরে হান্ডিয়াল সড়কের পুনঃনির্মাণ কাজ দ্রুত সমাপ্তির জন্য গুরুত্বপূর্ণ বৈঠক

রাজশাহী সড়ক ভবনের সড়ক ও জনপথ অধিদপ্তরের রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ আল মামুন এবং পাবনার নির্বাহী প্রকৌশলী এম. আজিজের সঙ্গে পাবনার চাটমোহরের হান্ডিয়াল সড়কের পুনঃনির্মাণ কাজ দ্রুত সমাপ্তির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলাম এবং সামাজিক সংগঠন ‘চেতনায় হান্ডিয়াল’-এর সদস্য সাবেক ব্যাংক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সাংবাদিক কে এম বেলাল হোসেন স্বপন, সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, প্রভাষক মো. আবু তালেব, প্রভাষক মো. মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি ও বিশিষ্ট ব্যবসায়ী বুলবুল আহম্মেদ খন্দকার।

বৈঠকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও পাবনার নির্বাহী প্রকৌশলীকে স্মারকলিপি, গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচি সংক্রান্ত প্রকাশিত বিভিন্ন সংবাদের কাটিং সম্বলিত নথি (বাইন্ডিং বুক) হস্তান্তর করা হয়।

অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ আল মামুন সড়কটির পূর্বের ঠিকাদারের অবহেলার কারণে জনদুর্ভোগ হওয়া স্বীকার করেন। তিনি জানান, নিজে সড়ক পরিদর্শন করেছেন এবং ঠিকাদারের কার্যক্রম অত্যন্ত দুঃখজনক ছিল।

তিনি আরও বলেন, আগস্ট মাসের মধ্যে পূর্বের ঠিকাদার বাতিল করে দরপত্রের মাধ্যমে নতুন ঠিকাদার নিয়োগ করা হবে এবং আশা করা যাচ্ছে, সেপ্টেম্বর মাসের মধ্যে পুনঃনির্মাণ কাজ শুরু করা যাবে। এছাড়া তিনি পাবনা নির্বাহী প্রকৌশলীকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, জনদুর্ভোগ লাঘবে জারদিস মোড় থেকে মান্নাননগর মহাসড়ক পর্যন্ত আঞ্চলিক সড়ক পুনঃনির্মাণ দ্রুত শেষ করার দাবিতে সামাজিক সংগঠন ‘চেতনায় হান্ডিয়াল’ গত ২ আগস্ট শনিবার বিশাল মানববন্ধন আয়োজন করে।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়ক জুড়ে একযোগে মানববন্ধন ও গণস্বাক্ষর কার্যক্রম চলে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, পরিবহণ মালিক-চালক, কৃষক-কৃষাণিসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

ইএইচ