জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের অনন্তবাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন নয়ন হোসেন, সবুজ মিয়া ও লাভনি বেগম।
বক্তারা অভিযোগ করেন, স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ও বাল্কহেড ব্যবহার করে রাতদিন ২৪ ঘণ্টা ধরে বালি উত্তোলন করছে। ফলে নদীর পাড় ধসে বসতবাড়ি, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। হুমকির মুখে পড়েছে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক।
তারা আরও জানান, ড্রেজার ও বাল্কহেডের প্রচণ্ড শব্দে শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। দ্রুত এসব অবৈধ কার্যক্রম বন্ধ না হলে অনেককেই বসতবাড়ি ছেড়ে চলে যেতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেন এলাকাবাসী।
তাদের অভিযোগ, বহুবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই অবিলম্বে অবৈধ ড্রেজার মেশিন ও বাল্কহেড বন্ধে সরকারি হস্তক্ষেপ কামনা করেন তারা।
ইএইচ