মির্জাগঞ্জে সুবিদখালী সরকারি বিদ্যালয়ের ৪ শিক্ষকসহ ৬ জনকে বিদায় সংবর্ধনা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৮:২৭ পিএম
মির্জাগঞ্জে সুবিদখালী সরকারি বিদ্যালয়ের ৪ শিক্ষকসহ ৬ জনকে বিদায় সংবর্ধনা

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের চার শিক্ষক, এক অফিস সহকারী এবং একজন চতুর্থ শ্রেণির কর্মচারীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায়প্রাপ্তরা হলেন—ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল খালেক, শিক্ষক মো. আবদুল জলিল, সিনিয়র সহকারী শিক্ষক মো. বসির উল আলম, সহকারী শিক্ষক মো. মতিউর রহমান খান, করনিক কাম মুদ্রাক্ষরিক মো. আবদুর রশিদ এবং অফিস সহায়ক আবদুস ছোবাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, বিদায়ী প্রধান শিক্ষক মো. আবদুল খালেক, মো. আবদুল জলিল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নিজাম উদ্দিন এবং শিক্ষার্থী মোসা. অরনী, তানহা ও হিমেল প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিদায়ী ছয়জনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদ্যালয় ও অতিথিদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

ইএইচ