গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ফুলবাড়ীয়া প্রেসক্লাব।
শুক্রবার দুপুরে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে ফুলবাড়ীয়ার সাংবাদিকদের পাশাপাশি জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরাও অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজে সন্ত্রাসীদের স্পষ্টভাবে দেখা গেলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
অকালপ্রয়াত সাংবাদিক তুহিনের মৃত্যুতে ফুলবাড়ীয়ায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার গাজীপুর ঈদগাহ ময়দানে জুমার নামাজের পর তার প্রথম জানাজা এবং বাদ মাগরিব নিজ গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মধ্য ভাটিপাড়া গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
তুহিন পিতা হাসান জামালের পাঁচ ছেলে ও দুই মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান। ২০০৫ সাল থেকে তিনি পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করে আসছিলেন।
ইএইচ