কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- কুড়িগ্রাম বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুব উল হক, পিএসসি ইঞ্জিনিয়ার্স, কুড়িগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার আহাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাও. আব্দুল মতিন ফারুকী, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।
সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা কুড়িগ্রামের আইনশৃঙ্খলা, মাদক চোরাচালান ও ধর্ষণ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
ইএইচ