দেবীগঞ্জে গৃহবধূর মুখে এসিড নিক্ষেপ, স্বামী গ্রেপ্তার

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৪:৩৯ পিএম
দেবীগঞ্জে গৃহবধূর মুখে এসিড নিক্ষেপ, স্বামী গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নে গৃহবধূর মুখে এসিড নিক্ষেপের অভিযোগে স্বামীসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। 


এসিডে দগ্ধ গৃহবধূ লিমা আক্তার (১৯) প্রাথমিক চিকিৎসা শেষে শুক্রবার বিকেলে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র পেয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে স্বামী মিঠু ইসলাম তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। এরই জেরে গত ২ আগস্ট রাত ১১টা ৪০ মিনিটে মিঠু ইসলাম ভ্যাসলিনের কৌটায় ভরা এসিড লিমার মুখে ঢেলে দেন। এতে তার ঠোঁট ও জিভের কিছু অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়। পরদিন পিত্রালয়ে ফিরে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হলে ৪ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন মো. মফিজুল ইসলাম, মোছা. রুবি বেগম ও মোছা. বিউটি আক্তার। গতকাল রাতে এসআই হারুনের নেতৃত্বে দেবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি মিঠু ইসলামকে গ্রেপ্তার করে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, আসামি মিঠু ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়েছে। তাকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

জেএইচআর