পাকুন্দিয়ায় বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

এম এ হান্নান, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৫:২৯ পিএম
পাকুন্দিয়ায় বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় অগ্রগতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের মেধাবী, নৈতিক ও আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলা। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে, তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে।

সোমবার সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আমজাদ হোসেন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আবুল হাসেম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোকাররম হোসেন, জামায়াতে ইসলামী নেতা মাফুজুর রহমান, রফিকুল ইসলাম, যুবদল নেতা স্বপন, পিজি মেডিকেল সেন্টারের পরিচালক জিয়াউদ্দিন টিটু, গ্রামীণ ব্যাংক পুলেরঘাট শাখার কর্মকর্তা আরিফুল ইসলাম, সাংবাদিক এম সাঈদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, শিক্ষকদের কাজ শুধুমাত্র পাঠদান নয়, বরং শিক্ষার মানোন্নয়নে কাজ করা। অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে সন্তানদের আচরণ, সময়ানুবর্তিতা ও পাঠ্যবিষয়ের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করার। তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা সামাজিক বৈষম্য দূরীকরণে কার্যকর ভূমিকা রাখে। বিদ্যালয়ের অবকাঠামো, দক্ষ শিক্ষক ও আন্তরিক পরিবেশ বিদ্যমান। এই ধারা অব্যাহত রাখতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন।

তিনি শিক্ষক-অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়ে বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সক্রিয় সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

ইএইচ