পাবনায় মহিলা দলের সাংগঠনিক কর্মসূচি ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত

সফিক ইসলাম, পাবনা প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৮:০৬ পিএম
পাবনায় মহিলা দলের সাংগঠনিক কর্মসূচি ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী মহিলা দলের বিশেষ সাংগঠনিক কর্মসূচি ও পরিচিতি পর্ব।

সোমবার অনুষ্ঠিত এ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল পাবনা জেলা শাখার সভানেত্রী পুণিমা ইসলাম। 

তিনি বলেন, “নারীদের ক্ষমতায়ন আমাদের লক্ষ্য। সমাজের সব স্তরের নারীদের সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে আমরা প্রস্তুত।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শাখার সহ-সভানেত্রী হাজারী লুৎফুন নাহার। 

বলেন, “আমরা চাই নারীদের অবদান প্রতিটি ক্ষেত্রে স্বীকৃত হোক। নারীদের প্রশিক্ষণ ও সঠিক তথ্য প্রদানে আমরা অগ্রাধিকার দিই।”

জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শবনম মঞ্জিলা মিতা তার বক্তব্যে বলেন, “নারীদের স্বনির্ভরতা অর্জনে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রত্যেক নারীকে তার নিজ ক্ষেত্রে এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

পাবনা পৌরসভা শাখার সভানেত্রী ফারজানা ইয়াসমিন বলেন, “আমরা চাই জনগণের মধ্যে জাতীয়তাবাদের চেতনা পুনর্জাগ্রত হোক। নারীরা যদি নেতৃত্বে আসে, সমাজে বড় ধরনের পরিবর্তন সম্ভব।”

পরিচিতি পর্বে সভাপতিত্ব করেন পাবনা সদর উপজেলা শাখার সভানেত্রী মোহসিনা খান সেতু। 

তিনি বলেন, “জাতীয়তাবাদী ধারার মধ্যে নারীদের অবস্থান আরও শক্তিশালী করতে আমাদের সদা সচেষ্ট থাকতে হবে।”

কর্মসূচি সঞ্চালনা করেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদিকা। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মামুন জোয়ার্দ্দার, বিএনপি নেতা আব্দুস সালাম, শেখ শফিসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা নারী শিক্ষা, স্বনির্ভরতা ও সামাজিক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

কর্মসূচি শেষে উপস্থিত অতিথিরা নারীর ক্ষমতায়ন ও জাতীয়তাবাদের প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ইএইচ