বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ও কেন্দ্রীয় তহবিল থেকে শ্রমিকদের মাঝে চিকিৎসা, উচ্চশিক্ষা এবং মৃতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পাবনা ও নাটোর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক শেখ আসাদুজ্জামানের পাবনা কার্যালয়ের কক্ষে চারজন শ্রমিক, তাদের মেধাবী সন্তান ও স্ত্রীর মাঝে মোট দুই লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
চেক গ্রহণ করেন ফজলে রাব্বি, মো. ওহেদুন্নবী চাঁদ, মোছা. মাহানাজ পারভীন ও কাকলী সুলতানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— শ্রম ও পরিদর্শক স্বাস্থ্য মোঃ ইমাম হোসেন, শ্রম পরিদর্শক রঞ্জু আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা।
পাবনা কার্যালয়ে চেক বিতরণ কালে শেখ আসাদুজ্জামান বলেন, “আগস্টের দশ তারিখে নাটোর জেলায় মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন নাটোর জেলা প্রশাসকের মাধ্যমে অসহায় শ্রমিকদের মাঝে ২৪টি চেক বিতরণ করেন এবং ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। আজ পাবনা কার্যালয়ে অসহায় শ্রমিকদের মাঝে চারটি চেকে মোট দুই লাখ টাকা বিতরণ করা হয়েছে। আমরা ইতিপূর্বেও অসহায় শ্রমিকদের সার্বিক সহযোগিতা করে আসছি এবং ভবিষ্যতেও সহযোগিতার কার্যক্রম অব্যাহত থাকবে।”
ইএইচ