মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ৯ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৫:৫৭ পিএম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ৯ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা সেনা জোন বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি ও উপ-অধিনায়ক মো. মাসুদ খান পিএসসির দিকনির্দেশনায় সোমবার রাতে মাটিরাঙ্গা জোন সদর থেকে বিজেও-৫২৭৫৭ ওয়ারেন্ট অফিসার মো. ইমরান হোসেনের নেতৃত্বে মুসলিমপাড়া এলাকায় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে (চট্টগ্রাম মেট্রো ট-১২-১২৮৭) নম্বরের একটি ট্রাক তল্লাশি করে মালিকবিহীন ২৯৬ টুকরা অবৈধ গোদা ও চম্পাফুল কাঠ (মোট ৩০৯ ঘনফুট) জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ২৭ হাজার টাকা।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম জানান, আটককৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ