মহেশপুর সীমান্তে ১৫ স্বর্ণবার উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ১১:৫৫ এএম
মহেশপুর সীমান্তে ১৫ স্বর্ণবার উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮০০ দশমিক ১৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ ৩১ হাজার ১৭৭ টাকা।

বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন–৫৮ এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আজ বিকাল ৫টা ২০ মিনিটে পলিয়ানপুর বিওপির টহল দল সীমান্তের মেইন পিলার ৬০/১২-আর থেকে দুই কিলোমিটার ভেতরে এক ব্যক্তিকে স্বর্ণ নিয়ে ভারত যাওয়ার সময় চ্যালেঞ্জ করে। এসময় ওই ব্যক্তি হাতে থাকা পলিথিন মোড়ানো পোটলা ফেলে পালিয়ে যায়। 

পরে পোটলাটি উদ্ধার করে পলিয়ানপুর ক্যাম্পে আনে খুলে দেখা যায়, কষ্টেপে মোড়ানো ১৫টি স্বর্ণের বার। জব্দকৃত স্বর্ণগুলো তালিকা তৈরি করে ঝিনাইদহ সরকারি জেলা কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালান রোধে অভিযান আরও জোরদার করা হবে।


জেএইচআর