ঈশ্বরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসিকে জরিমানা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৭:১৪ পিএম
ঈশ্বরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসিকে জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মেয়াদোত্তীর্ণ এবং বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। 

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের ড্রাগ সুপার মো. জাহিন শাকিল ভূঁইয়া এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

আদালতের তথ্য অনুযায়ী, আরাফাত মেডিকেল হল, হিয়া মেডিকেল হলসহ তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং কমার্শিয়াল প্যাকেটে লুকানো বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ মজুত ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। ‘ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩’ অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবন মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ; এতে শারীরিক জটিলতা, অঙ্গ বিকল হওয়া এমনকি মৃত্যুও ঘটতে পারে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে এমন অপরাধ বরদাশত করা হবে না। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএইচ