ঝালকাঠিতে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ঝালকাঠির সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। তবে দণ্ডপ্রাপ্ত আসামি আলী ইমাম খান অনু পলাতক রয়েছেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ মে সকাল ১০টার দিকে ঝালকাঠির প্রস্তাবিত ইকোপার্ক এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। নিহত সায়মা পারভীন (২০) শহরের ফকিরবাড়ি এলাকার শাহাদাত হোসেনের মেয়ে। আসামি আলী ইমাম খান অনু একই এলাকার দিলদার হোসেন খানের ছেলে। প্রেমের সূত্র ধরে তারা গোপনে বিয়ে করেন।
বিয়ের পর দাম্পত্য কলহ দেখা দিলে ঘটনার দিন অনু ফোন করে সায়মাকে ইকোপার্কে আসতে বলেন। সেখানে কথাবার্তার একপর্যায়ে তর্কবিতর্ক হলে অনু ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে সায়মার বুক ও পেটে একাধিক আঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে ঝালকাঠি সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক গৌতম কুমার ঘোষ একই বছরের ৩১ অক্টোবর অনুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত মামলার ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।
সরকারপক্ষে মামলা পরিচালনা করেন পিপি মাহেব হোসেন এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মানিক লাল আচার্য্য।
ইএইচ