মানিকগঞ্জের শিবালয়ে জমি লিখে না দেয়ায় মেয়ের হাতে বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। চার শতাংশ জমির জন্য মেয়ে কাঠের বাটাম দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধ ময়না শেখ (৭০)।
এ ঘটনায় অভিযুক্ত মেয়ে হাবেজা খাতুন (৩০)কে পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার রাতে উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল চর রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার আলোকদিয়া চরের প্রভাবশালী ময়না শেখ তার স্থাবর সম্পত্তি ছেলে-মেয়েদের নামে লিখে দিয়ে পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রামে বসবাস করছিলেন। এ বাড়িতে বিদেশ ফেরত স্বামী পরিত্যক্তা তার এক মেয়ে হাবেজা তার সাথে বসবাস করেন। পাবনার সুজানগর উপজেলায় ময়নার নামে থাকা ১৬ শতাংশ জমির মধ্যে ১২ শতাংশ জমি ইতোমধ্যে হাবেজা নামে লিখে দিয়েছেন ময়না। বাকি চার শতাংশ জমি লিখে দেয়ার জন্য হাবেজা বাবাকে চাপ দিচ্ছিলেন। কিন্তু ময়না সেই জমি লিখে দিতে রাজি ছিলেন না।
সোমবার রাতে এ নিয়ে বাবা-মেয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মেয়ে হাবেজা কাঠের বাটাম দিয়ে বাবাকে আঘাত করলে ঘটনাস্থলেই ময়না শেখ মারা যান।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ময়না শেখের ছেলে সাইদুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে হাবেজাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হলে বিচারক জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন।
ইএইচ