বাঘাইছড়িতে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে আহত যুবকের মৃত্যু

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৮:০৯ পিএম
বাঘাইছড়িতে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে আহত যুবকের মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুরে মারিশ্যা জোন (২৭ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে মাঝিপাড়া থেকে মারিশ্যাগামী একটি বেসামরিক ট্রাকে চোরাচালানপণ্য পরিবহনের খবর পায় বিজিবি। গোপন তথ্যের ভিত্তিতে কচুছড়ি বিজিবি ক্যাম্প একটি ফাঁদ পাতে। ট্রাকটি সড়ক নিরাপত্তা ডিউটি চেকপোস্টে পৌঁছালে বিজিবি থামার সংকেত দেয়। তবে চালক সংকেত উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় ট্রাকের এক আরোহী রাস্তার পাশে পড়ে গিয়ে আহত হন।

বিজিবি সদস্যরা টর্চলাইটে দেখে আহত ব্যক্তিকে শনাক্ত করেন—তার নাম শুভ চাকমা (১৮), পিতা ধনময় চাকমা, গ্রাম শিশকমুখ, থানা বাঘাইছড়ি, জেলা রাঙ্গামাটি। তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণ করছিলেন।

তাৎক্ষণিকভাবে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১২টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।

হাসপাতাল ও পুলিশি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।

ইএইচ