ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৮:১৩ পিএম
ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ফরিদপুরের সদরপুরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় আলিমদ্দিন মোল্লা (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার আকোটেরচর মন্ডল ডাঙ্গী রহমান স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিমদ্দিন মোল্লা ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলিমদ্দিন মোল্লা রাস্তার পাশে ঘাস কাটছিলেন। এ সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি গামছা কাজল নামে এক ব্যক্তির বলে জানা গেছে।

অভিযুক্ত মোটরসাইকেল চালক গামছা কাজল বলেন, “উনি একজন বয়স্ক মানুষ, কানে কম শুনতেন। এ ঘটনায় আমিও আহত হয়েছি। বিষয়টি নিছক দুর্ঘটনা, নিজের কাছে খুব খারাপ লাগছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, “গামছা কাজল নামের এক ব্যক্তির মোটরসাইকেলের ধাক্কায় ওই বৃদ্ধ আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ইএইচ