রাঙামাটিতে টিআরসি নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৮:১৯ পিএম
রাঙামাটিতে টিআরসি নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্স মাঠে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম।

দিনব্যাপী আয়োজিত এ পর্যায়ে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য ১,৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এর মধ্য দিয়ে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

টিআরসি নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত সময়সূচি অনুসারে পরবর্তী ধাপের লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

এ সময় টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দসহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ