নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে জেলা প্রশাসক, বাজার মনিটরিং টিম, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, উপকূলীয় অঞ্চল বরিশালের বন সংরক্ষক মিহির কুমার দো, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান আহমেদ পিপিএমসহ আরও অনেকে।
সভায় শুরুতে নিষিদ্ধ পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে উন্মুক্ত আলোচনায় অতিথিরা এ ধরনের ক্ষতিকর পণ্যের ব্যবহার বন্ধে করণীয় বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দেন।
ইএইচ