বগুড়ায় শাজাহানপুর প্রেসক্লাবের আয়োজনে বুধবার দুপুর ১২টায় বগুড়া-ঢাকা মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার তীব্র নিন্দা জানানো হয় এবং হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
তিনি বলেন, "সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ড শুধু ব্যক্তিগত নয়, এটি দেশের স্বাধীন সংবাদমাধ্যমের কণ্ঠস্বরকে সরাসরি আঘাত করেছে। জনবহুল এলাকায় প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"
কালাম আজাদ আরও বলেন, "সাংবাদিক হত্যার মামলাগুলোতে দ্রুত বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল গঠন করে ১৫ দিনের মধ্যে চার্জশিট প্রদান করা জরুরি। ইতিপূর্বে নিহত সাংবাদিকদের হত্যার বিচারের রায় এখনও কার্যকর হয়নি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হবে।"
মানববন্ধনে শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক সানোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম সজীব, সিনিয়র সাংবাদিক সাজেদুর রহমান সবুজ, মেজবাউল আলম মেজবা, খন্দকার আতিকুর রহমান, শাহাদাত হোসেন, সাইদুজ্জামান, আরিফুর রহমান মিঠু, নজরুল ইসলাম মিলন, আনোয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধনে শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি রফিকুল ইসলাম রফিক, মাঝিড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার এবং প্রেসক্লাবের সকল সদস্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইএইচ