বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান।
এ সময় উপস্থিত ছিলেন- মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নুরুল আলম রানা, সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, সাবেক পৌর বিএনপি সভাপতি বাদশা মিয়া, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম সজল, সদস্য সচিব নাজিউর রহমান মঞ্চ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বি প্রমুখ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সারাজীবন সংগ্রাম করেছেন। তার সাহসী নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তিনি বর্তমানে গুরুতর অসুস্থ ও চিকিৎসাধীন আছেন। এ সময়ে দেশের মানুষের দোয়া ও সমর্থন তার জন্য অত্যন্ত জরুরি।
আলোচনা শেষে মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা হাফেজ মো. হারুন উর রশীদ বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং রাজপথে নিহত বিএনপির নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন।
ইএইচ