জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় পর্যায়ে সাফল্যের স্বীকৃতি হিসেবে মাগুরা জেলার কৃতিত্ব অর্জনে অগ্রণী ভূমিকা পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।
মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ম. হুসাইন শওকত।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. অহিদুল ইসলাম সভাপতিত্ব করেন।
জানা গেছে, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে মাগুরা জেলা ২০২৫ সালের মার্চ ও এপ্রিল মাসে দেশের মধ্যে প্রথম স্থান এবং মে মাসে দ্বিতীয় স্থান অর্জন করে। এই সাফল্যের পেছনে উপজেলা, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টা ও আন্তরিক ভূমিকা উল্লেখযোগ্য।
প্রধান অতিথি তার বক্তব্যে সাফল্যের জন্য সকল অংশীজনকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি বলেন, “এ অর্জন মাগুরার সবার সম্মিলিত প্রয়াসের ফল, যা আগামী দিনগুলোতেও বজায় রাখতে হবে।”
জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, “জনগণের সেবাদানে সর্বদা তৎপর থাকতে হবে এবং নিবন্ধন কার্যক্রমে আরও গতি আনতে হবে।”
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং পুরস্কারপ্রাপ্তদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ইএইচ