কেন্দুয়ায় গাঁজা সেবনের অপরাধে ৩ জনকে অর্থদণ্ড ও কারাদণ্ড

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০২:০৭ পিএম
কেন্দুয়ায় গাঁজা সেবনের অপরাধে ৩ জনকে অর্থদণ্ড ও কারাদণ্ড

নেত্রকোণার কেন্দুয়ায় গাঁজা সেবনের অপরাধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জনকে আটক করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার বিকাল ৩টার দিকে রামপুর বাজার ও ৪টার দিকে কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— আল আমিন (৪৯), বাচ্চু মিয়া (৬৫), শাকীল (২৪)।

তাদেরকে গাঁজা সেবনের সময় হাতে নাতে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ইনচার্জ) আল আমিন। 

অভিযানে গাঁজা ও সেবনের সরঞ্জামাদি যেমন কলকি, কাটনি ও তামাকপাতা উদ্ধার করা হয়।

উদ্ধারের পর আটককৃত ৩ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ধারা ৩৬(৫) অনুযায়ী অর্থদণ্ডের পাশাপাশি ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।

নেত্রকোনা জেলা কারাগারের সূত্রে জানা যায়, আটককৃতরা গতকাল সন্ধ্যায় জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ইএইচ