আড়াইহাজারে নিখোঁজের ২৪ ঘণ্টা পর তরুণের লাশ উদ্ধার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৬:৩৩ পিএম
আড়াইহাজারে নিখোঁজের ২৪ ঘণ্টা পর তরুণের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর অনন্ত শীল (১৮) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকাল ৩টায় মেঘনা নদীর বিশনন্দী ইউনিয়নের টেটিয়া এলাকা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অনন্ত শীল নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদা এলাকার জাদু চন্দ্র শীলের ছেলে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, অনন্ত শীল ঢাকার দুপ্তারা মণিপাড়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করত এবং সেখানে নাপিতের কাজ করত।

পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় ঘুরতে গিয়েছিল। সেখানে মেঘনা নদীর পাড়ে ফুটবল খেলতে শুরু করলে ফুটবল নদীতে চলে যায়। অনন্ত সেটি তুলতে নদীতে ঝাপ দেয় এবং নিখোঁজ হয়ে যায়।

পরবর্তী দিনে, বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা থেকে আসা ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে বিকাল ৩টায় অনন্ত শীলের লাশ উদ্ধার করে।

ইএইচ