রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমার মাত্র ৫৬ সেন্টিমিটার নিচে, সহস্রাধিক পরিবার পানিবন্দি

রাজশাহী ব্যুরো প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৬:৩৮ পিএম
রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমার মাত্র ৫৬ সেন্টিমিটার নিচে, সহস্রাধিক পরিবার পানিবন্দি

রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমার মাত্র ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে পদ্মার তীরবর্তী সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। নদীর পানি স্থিতিশীল থাকলেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর জানান, “পানি এখনও বিপদসীমার নিচে আছে, তবে এক মিটার নিচ থেকেও আমরা সতর্ক।”

বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে আকস্মিক বন্যায় শত শত হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। প্রায় ৬০০ পরিবার পানিবন্দী হয়েছেন। নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে বহু বাড়িঘর। ক্ষতিগ্রস্ত কৃষকরা হারানো ফসল কাঁচা ধান হিসেবে গরুর জন্য কেটে নিচ্ছেন।

রাজশাহীর পদ্মাপাড়ের বাসিন্দারা জানিয়েছেন, বাড়িতে হাঁটু পর্যন্ত পানি উঠে অসুস্থতা ও চুলকানি রোগে আক্রান্ত হচ্ছেন। পানিবন্দী হওয়ায় দিনমজুররা কর্মহীন এবং খাদ্য সংকটের মুখে পড়েছেন। সরকারি ত্রাণ দেওয়া হলেও তা পর্যাপ্ত নয়।

বৃহস্পতিবার বিকfলে রাজশাহী সদর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর চাল ও শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দীন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইএইচ