চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুই কৃতি ছাত্রীকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি বৃহস্পতিবার বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন জনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ইসলামী ব্যাংক সন্দ্বীপ শাখার ম্যানেজার মো. কামরুজ্জামান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও সাবেক ইউপি সদস্য সেলিম উদ্দিন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. অহিদুল মাওলা, শিক্ষক প্রতিনিধি মাহাবুবুল আলম এবং অভিভাবকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক জহির উদ্দিন মো. বাবর।
সংবর্ধিত কৃতি ছাত্রী ছিলেন মুনতাহা মাহমুদ তাসফিয়া ও মাসরুহা মেহরীন সায়ান। বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকরা তাদের অসাধারণ ফলাফলের জন্য অভিনন্দন জানান।
বক্তারা বলেন, “শিক্ষার্থীদের এমন সাফল্য শুধু বিদ্যালয়ের নয়, বরং পুরো সমাজের জন্য গর্বের বিষয়। এরা ভবিষ্যতে দেশের জন্য বড় সম্পদ হয়ে উঠবে।”
অনুষ্ঠানের শেষ পর্বে কৃতি ছাত্রীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।
ইএইচ