চট্টগ্রামের সন্দ্বীপে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে একাধিক মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. আবু তাহেরকে (৪৭) ।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মগধরা ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকা থেকে গ্রেফতার করে সন্দ্বীপ থানার পুলিশ।
গ্রেফতারকৃত আবু তাহের মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত মো. সোলেমানের পুত্র। বর্তমানে তিনি প্রযত্নে সোলেমানের নতুন বাড়ি এলাকায় বসবাস করছিলো।
পুলিশ সূত্রে জানা গেছে, আবু তাহেরের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ সংশ্লিষ্ট মোট ১২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
গ্রেফতারের সময় তার হেফাজত থেকে সন্দ্বীপ থানায় দায়েরকৃত একটি চুরির মামলার (মামলা নম্বর- ১১(০৬)২০২৫, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড) অনুসন্ধানে চুরি যাওয়া নগদ ৩০,১৫০ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরি বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অপরাধীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, আবু তাহেরের গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।
জেএইচআর