কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার কারণে মাঠটি বর্তমানে খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। গত জুন মাসে মেলা শেষ হলেও পুরো মাঠে গর্ত ও মাটির স্তূপ পড়ে থাকায় কোনো ধরনের খেলাধুলা করা সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় মাঠ সংস্কারের দাবিতে গত বুধবার বিকেলে সাধারণ শিক্ষার্থী এবং জাতীয় নাগরিক পার্টির কটিয়াদী উপজেলা নেতাদের যৌথ স্বাক্ষরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।
অভিযোগে জানানো হয়, মেলা শেষে আয়োজকরা মাঠ পরিষ্কার বা সংস্কার করেননি। দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকায় সাধারণ শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ হারিয়েছে। এতে এলাকায় মাদকসেবন, ইভটিজিং ও কিশোর গ্যাং কার্যক্রমের মতো সামাজিক সমস্যাও বেড়ে যাচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি কটিয়াদী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মতিউর রহমান বলেন, মেলার কারণে মাঠের অবস্থা ভয়াবহ। খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ায় তরুণদের মধ্যে নেতিবাচক প্রবণতা বাড়ছে।
কটিয়াদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আতাউর রহমান জানান,ব্যববসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মাঠটি মেলার জন্য দেওয়া হয়েছিল। তারা পরিষ্কার ও সংস্কারের আশ্বাস দিলেও দুই মাস কেটে গেলেও কোনো কাজ হয়নি। এতে শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বৃষ্টির কারণে মাঠ সংস্কারের কাজ শুরু করা যায়নি। বর্ষা শেষে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম মাঠ সংস্কারের আশ্বাস দিলে সাধারণ শিক্ষার্থীরা তাকে অভিনন্দন জানান।
জেএইচআর